ঢাকা, মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের দেখা করার বিষয়টি গুজব: আসিফ নজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৭, ১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দেখা করার বিষয়টি গুজব এবং এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে।

আসিফ নজরুল বলেন, “আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দুই একটা পত্রিকায় দেখেছি, অনলাইনে এটা নিয়ে নানান গুজব, গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব, গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।”

এখন পর্যন্ত অবশ্যই এটা গুজব এবং এ সম্পর্কিত কিছু তিনি জানেননা বলে জানান এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন বলেও জানান তিনি।

জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার–বিবেচনার প্রতি আস্থা রয়েছে বলে উল্লেখ করেন আসিফ নজরুল বলেন, “এর আগেও তাদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং তা শেষও হয়েছে। আমি মনে করি, বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।”

আসিফ নজরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। এর আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা ও মতভেদ রয়েছে, আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে।’

উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি