ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

প্রবাসীদের ভিসার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত আমিরাতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১১ জুলাই ২০২০ | আপডেট: ২০:২০, ১১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভিসার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মন্ত্রীসভা এর আগে করোনাভাইরাস মহামারির কারণে ভিসা সমস্যায় পড়া প্রবাসীদের সুবিধার্থে নেয়া বেশ কিছু পূর্বসিদ্ধান্ত বাতিল করেছে। তারা এ সুবিধা আর বাড়াবে না। খবর আরব নিউজের

দেশটির সরকার ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া পরিচয়পত্রগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করেছে। তবে, আমিরাতের বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নেয়া নতুন এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন ঘোষণা অনুসারে, দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ ১২ জুলাই থেকে তাদের পরিষেবার জন্য ফি নেয়া শুরু করবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি