ঢাকা, শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৬ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 'হিসাব সহকারী' পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নিয়োগ পরীক্ষাটি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে পরবর্তীতে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি