ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

প্রিয়াঙ্কার নতুন মিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় এই তারকার স্বপ্ন জুড়ে এখন শুধুই হলিউড। প্রেম-বিয়ে, সংসার এ নিয়ে ব্যস্ত থাকা প্রিয়াঙ্কা বলিউডে সিনেমা করছেন না অনেক দিন। তবে হলিউডের সিনেমার প্রতি তার আগ্রহ দেখে মনে হচ্ছে সেখানেই নিজেকে প্রকাশ করতে চাইছেন অভিনেত্রী। এবার তেমনই এক খবর প্রকাশ পেয়েছে।

জানা গেছে, হলিউডের বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র ‘ম্যাট্রিক্স ফোর’-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘দ্য ম্যাট্রিক্স’। এই সিনেমা দিয়ে দুর্দান্ত জনপ্রিয়তা পান কানাডার চিত্রতারকা ও সংগীতশিল্পী কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।

এবার ‘ম্যাট্রিক্স ফোর’-এ থাকছেন ভারতীয় এই অভিনেত্রী। তবে প্রিয়াঙ্কা কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

‘ম্যাট্রিক্স ফোর’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন লানা ওয়াচোস্কি, আলেক্সান্ডার হেমন ও ডেভিড মিচেল। চলতি বছরেই সিনেমাটির শুটিং শুরু হবে।

উল্লেখ্য, প্রিয়াঙ্কার হাতে এখন বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। তাকে দেখা যাবে রুশো ব্রাদার্সের পরিচালনায় অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’-এ। এছাড়া তিনি নেটফ্লিক্সের সঙ্গেও কাজ করছেন। ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ‘উই ক্যান বি হিরোজ’-এও আছেন অভিনেত্রী।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি