ঢাকা, শুক্রবার   ৩১ অক্টোবর ২০২৫

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪৩, ৩০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের জন্য গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’র সিদ্ধান্তে কেউ সংক্ষুদ্ধ হলে আপিলের সুযোগ রাখতে ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’গঠন করা হয়েছে।

‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫’-এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে সভাপতি এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরকে সদস্য সচিব করে সাত সদস্যের ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

আপিল আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কমিটি আপিলের নিষ্পত্তি করবে বলে কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি