ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ফরিদপুরে দুর্ঘটনায় জব্দকৃত  বাসে আগুন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ২০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় জব্দ করে রাখা  বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ জুলাই) দিবাগত  রাত ১২টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর হাইওয়ে থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুনের এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি পুলিশ। 

কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী সালাউদ্দিন জানান, গত ৬ জুন জেলার মধুখালীতে বাসটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। সেসময় আরএসএফ নামের যাত্রাবাহী বাসটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা হয়। শনিবার দিবাগত রাতে বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে  জানানো হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাসের ভিতরের সম্পুর্ন অংশ পুড়ে যায়। 

জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলো গিয়ে আধাঘণ্টার আগুন নেভায় তারা।  


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি