ঢাকা, বৃহস্পতিবার   ০৯ অক্টোবর ২০২৫

ফরিদপুরে ধর্ষণ মামলায় এক যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।‌

কারাদণ্ডপ্রাপ্ত শাহিন চৌধুরী সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত থাকায় পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে । 

‎মামলার এজাহার সুত্রে জানা যায়,আসামী শাহিন চৌধুরী  বিভিন্ন সময় ঐ স্কুল পড়ুয়া ছাত্রীকে অঙ্গ-ভঙ্গিতে কু-প্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে ঐ ছাত্রী  রাজি না হওয়ায় স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ অপহরণের হুমকি দিতেন।

গত ২০২১ সালের ২৭ মার্চ ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শাহিন চৌধুরী ছাত্রীকে বলে তোর চাচি ডাকতেছে (আসামির স্ত্রী)। এই বলে ছাত্রীকে আসামির বসত ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার দুইদিন পর ভুক্তভোগীর মা বাদি হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে বুধবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন।‌ 

‎বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলার রায়ে অপরাধীদের বিষয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি