ঢাকা, মঙ্গলবার   ২৮ অক্টোবর ২০২৫

ফরিদপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৬, ২৭ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ফরিদপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বর্ণঢ্যা  শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি  শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে  শহরের  আলিপুর গোরস্থানের নওয়াব আলী টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে  মহানগর যুবদলের  ভারপ্রাপ্ত সভাপতি  এম এম ইউসুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি  মোঃ রাজিব হোসেন।

জেলা যুবদলের  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সহ সভাপতি কে এম  জাফর, সাংগঠনিক সম্পাদক  শহীদুর রহমান শহীদ, মহানগর যুবদলের  সিনিয়র যুগ্ম সম্পাদক  শামীম তালুকদার , মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক বি এম নাহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদল, মহানগর যুবদল তারেক রহমানের  নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই  আগামী জাতীয় সংসদ নির্বাচনে  ধানের শীষ প্রতিক কে বিজয় অর্জনে  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি