ঢাকা, শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫

ফরিদপুরে শিশু জায়ানের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ২০ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্লে শ্রেণীর শিশু শিক্ষার্থী জায়ান (৬)–এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।

শিশুটির পরিবার দাবি করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুটিকে নির্মমভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়। 

সরেজমিন তথ্য অনুযায়ী জানা যায়, আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান এদিন স্কুল শেষে প্রতিবেশী চান খাঁ–র বাগানে তেঁতুল খুঁটতে যায়। সেখানে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে শিশুটি। পরে গ্রামেরই খৈয় বাবলা গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

পরিবারসহ এলাকাবাসীর ধারণা জায়ানকে প্রথমে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়। পরে তার শরীরের কাপড় খুলে মুখ ও গলা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় যাতে বিষয়টি আত্মহত্যা বলে চালানো যায়।

নিহত জায়ানের মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে স্কুল শেষে তেঁতুল খুঁটতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে চান খাঁর বাগান থেকে আমার ছেলের ঝুলন্ত লাশ পাই। কত নিষ্ঠুরভাবে মেরেছে! তার পরণের প্যান্ট খুলে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে মেরেছে, তাদের ফাঁসি চাই।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি