ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

ফরিদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ১৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে স্ত্রী সাজিয়া আফরিন রোদেলা (২০) কে হত্যার দায়ে স্বামী সোহানুর রহমান (৩৫) কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার  ( ১৩ ই নভেম্বর ) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহানুর রহমান বর্তমানে সুইডেনে পলাতক রয়েছেন। আদালত ইন্টারপোলের সহায়তায় তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মিজানুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমানের সাথে আলীপুরের শওকত হোসেন খানের মেয়ে সাজিয়া আফরিন রোদেলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার স্বজনরা যৌতুকের দাবিতে রোদেলার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ ওঠে।

২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি রোদেলাকে হত্যা করে স্বামী সোহানুর রহমান ও তার স্বজনরা পালিয়ে যান। পরদিন রোদেলার মা রুমানা খান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মরদেহের ভিসেরা রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। তদন্ত শেষে ওই বছরের সেপ্টেম্বর মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা স্বামী সোহানসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলার অপর ৭ আসামি— রোদেলার ননদ সুমি বেগম (৪৫), শাশুড়ী আনোয়ারা বোগম (৬০), ভাসুর মো. সুমন (৪৫), ভাসুরের স্ত্রী রেখা বেগম (৩০), শ্বশুর মোমিনুর রহমান (৭০), ননদের স্বামী মো. হাফিজ (৫০), ও সোহানের মামাতো ভাই মো. সাজিদকে (৪৫) আদালত বেকসুর খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি গোলাম রব্বানী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, "আদালতে সাক্ষ্য প্রমাণে স্বামী সোহানুর রহমান দোষী সাব্যস্ত হয়েছে এবং আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় আমরা এই রায়ে খুশি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহান স্ত্রী রোদেলাকে হত্যার পরপরই বিদেশে পালিয়ে যায়। বর্তমানে তিনি সুইডেনে আছেন। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।"

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি