ঢাকা, সোমবার   ১৭ নভেম্বর ২০২৫

ফরিদপুরে ৬৫ পিস ইয়াবাসহ রানা ডাকাত আটক

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ১৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের মধুখালীতে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে মাদকসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। গ্রেফতারের পর রোববার (১৬ নভেম্বর) বিকেলে রানাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আড়পাড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি হিসেবে পরিচিত।
 
ফরিদপুরের মধুখালী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রানাকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
 
এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি