ঢাকা, সোমবার   ২৭ অক্টোবর ২০২৫

ফার্মগেটে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে শোকের মাতম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৮, ২৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে পড়ে নিহত পথচারী আবুল কালাম আজাদের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত আবুল কালাম আজাদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোক।

প্রিয় মানুষটির আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও এলাকাবাসী। তারা বলছেন মাত্র পাঁচ বছর আগে দাম্পত্য জীবন শুরু করে আজাদ (৩৫)। আবুল কালামের ৫ বছরের এক ছেলেসন্তান (আব্দুল্লাহ) ও ৩ বছরের এক কন্যাসন্তান (সুরাইয়া আক্তার) রয়েছে।

নিহতের পারিবার সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। নিয়মিত ব্যাবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত ছিল তার।

পরিবারের সদস্যরা বলছেন, পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় গোসল ও জানাজা পড়িয়ে আবুল কালামের মরদেহ শরিয়তের নড়িয়ায় দাফন করা হবে। 

এদিকে এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সড়ক ও রেলপথ মুহাম্মদ ফাওজুল কবির খান দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, নিহতের পরিবারের প্রতি মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া পরিবারের কর্মক্ষম কাউকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি