ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

‘ফাস্টেস্ট গ্রোয়িং এসএমই ব্যাংক’ অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

প্রকাশিত : ২৩:১০, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ‘ফাস্টেস্ট গ্রোয়িং এসএমই ব্যাংক-২০১৮’ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সম্প্রতি দুবাইয়ের জুমেরা এমিরাটসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্স আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স-২০১৮ অ্যাওয়ার্ড’-এ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি. এম. ইকবাল এ সম্মাননা গ্রহণ করেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম. রিয়াজুল করিম (এফসিএমএ)।      

যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ফিন্যান্স পাবলিকশেন্স লিমিটেডের প্রিমিয়াম ম্যাগাজিন ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স’ এ অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। আর্থিক-শিল্প-খাতের মেধাবী নেতৃত্ব, দক্ষতা ও সক্ষমতার স্বীকৃতি দেওয়ায় অন্যতম ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যাওয়ার্ড।

অ্যাওয়ার্ড প্রদানের আগে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠানকে নির্বাচিত করার জন্য একটি গবেষণা দল নিবিড়ভাবে কাজ করে। গবেষণা দলের সুপারিশের ভিত্তিতেই সেরা প্রতিষ্ঠানকে ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স’ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়ে থাকে।

এ বছর ‘ইন্টারন্যাশনাল ফিন্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক ব্যাংকের চেয়ারপার্সন, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসারসহ সিনিয়র ম্যানেজমেন্ট অংশ নিয়েছেন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি