ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ফেনীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফেনী জেলা প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:০৪, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, মাহবুবের বিরুদ্ধে ফেনী মডেল থানায় নাশকতার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ইউপি চেয়ারম্যান মাহবুব একজন জনপ্রিয় মানুষ। বিগত ইউপি নির্বাচনে স্থানীয়রা তাকে বিপুল ভোটে বিজয়ী করান। তিনি ফেনীর ৪২টি ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে একমাত্র বিএনপি পন্থী চেয়ারম্যান। তাকে রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামীলীগ নেতাদের নির্দেশে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করে স্থানীয় বিএনপি নেতারা।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এমএম মুর্শেদ পিপিএম বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যন রবিউল হক চৌধুরী মাহবুবকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি