ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফেনীতে পিস্তল ও রিভলবারসহ যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীতে পিস্তল, রিভলবার ও গুলিসহ নাছির উদ্দিন নিশান পাটোয়ারী (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম ২টি বিদেশী পিস্তল ও গুলিসহ নিশানকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করেছেন।   

সোমবার ভোর রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিশান জোয়ার কাছাড় গ্রামের আমতলী এলাকার পাটোয়ারী বাড়ির জসিম পাটোয়ারীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় আসামীর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার ও ৫ রাউন্ডগুলিসহ নিশান পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিশান ৬টি মামলার ফরোয়ানাভূক্ত আসামী বলে জানায় র‌্যাব।    

এমএইচ/এসি     

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি