ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফেনীতে প্রাইভেটকারের ধাক্কায় ইউপি সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি এম এম মোর্শেদ জানান, সোমবার সন্ধ্যার পর নিজকুঞ্জরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর নবী রাসেল (৪০) উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

ওসি মোর্শেদ বলেন, নূর নবী হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি