ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফেনীতে স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ফেনীতে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। এ স্মার্ট কার্ড পাবে ৩ লাখ ৩৩ হাজার ৩শ ২২ জন।      

আজ বৃহস্পতিবার বিতরণের প্রথম দিন ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের জনসাধরনের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে।

এর আগে বুধবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

এদিকে ২৭ সেপ্টেম্বর থেকে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্মার্টকার্ড বিতরনের জন্য স্থান ও সময় নির্ধারণ করা হয়েছে।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভিন রিতা স্মার্ট কার্ড বিতরনের জন্য নির্ধারিত ক্যাম্পগুলোতে ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত সকল ব্যক্তিকে পুরনো আইডি কার্ড অথবা নিবন্ধন স্লীপ সাথে নিয়ে আসতে অনুরোধ করেছে। কোন অবস্থাতেই এক জনের স্মার্টকার্ড অন্য ব্যক্তিকে দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।   

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, নির্ধারিত ক্যাম্পগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে কার্ডগুলো বিতরণ করা হবে।

যারা নিবন্ধন স্লিপ অথবা পুরনো আইডি কার্ডটি হারিয়েছে, তারা সোনালী ব্যাংকে সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ নিয়ে ক্যাম্পে গেলেই স্মার্টকার্ড গ্রহন করতে পারবেন। এ ক্ষেত্রে থানায় সাধারণ ডায়েরী অথবা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হবেনা।

অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এমএইচ/এসি    

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি