ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ফেরাও ওকে-

জাহাঙ্গীর কবির

প্রকাশিত : ১৮:৩৮, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

ষড়ঋতুর শঠতায়
বুঝিনি আগে হায়!
কন্যা আমার
রয়ে গেছে আজও
নগ্ন তান্ডবের চিহ্ন হয়ে।

সমুদ্র ছায়াতলে
লোনাজলের স্পর্শে
কেটেছে জোয়ারবেলা তার
বুঝিনিতো আগে!

ভেবেছি তার স্বপ্ননদী
দুরন্তপনায় বাঁধনহারা
প্রবল বেগে ছুটছে যেন
আত্নহারা।

কিন্তু হায়!
বায়বীয় ভাবনাগুলো
মেঘপালকে মুখ লুকালো।
কন্যা আমার
আজও তো সেই উদ্ভ্রান্ত!

ফেরাও ওকে-
মেঘের সাথে পালিয়ে যাবে!
ঝড় হয়ে সে ফিরবে তোমার
মনের বাঁকে!
তখন তুমি দুষবে কাকে?

লেখক, সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি