ফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২
প্রকাশিত : ১২:৩২, ২৮ জুন ২০১৯

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহরের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। হামলায় মসজিদটির ইমামসহ আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
হামলার পর ওই বন্দুকধারীও নিজের মাথায় গুলিয়ে চালিয়ে আত্মহত্যা করেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্যা ওয়াশিংটন পোষ্ট জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের আটলান্টিক কোস্ট এলাকার সুন্নাহ দ্য ব্রেস্ট মসজিদে এ হামলা চালায় ওই সন্ত্রাসী। তবে এ হামলার কারণ এখনো স্পষ্ট হয়নি।
গুলিবিদ্ধ মসজিদটির ইমামের নাম রশিদ আবু। অপর ব্যক্তির নাম জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশটির সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি জানান, নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। এতে ইমামসহ দুজন আহত হন। পরে বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
পুলিশের মুখপাত্র জানান, হামলার পরপরই ওই হামলাকারী গাড়িতে উঠে পড়ে। পরে গাড়িটিকে ধাওয়া করলে, গাড়িতে গিয়ে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় মসজিদ ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় স্থানে নিরাপত্তা জোরদার করেছে দেশটির প্রশাসন।
আই/
আরও পড়ুন