ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫

বগুড়ায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ১৩ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ার সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন। 

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে যে লাইনের দুটি ফিশপ্লেট খুলে ফেলা হয়েছে। তাৎক্ষণিকভাবে রেলকর্মীরা ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।

রেলওয়ের কর্মকর্তা বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা। ফিশপ্লেট খুলে ফেলার বিষয়টি ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়। বিষয়টি নিয়ে আমরা সতর্ক অবস্থানে আছি।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া স্টেশন থেকে শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দাবি করেছেন, রাতের অন্ধকারে রেললাইনের এমন কর্মকাণ্ড বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি