ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫

বগুড়ায় সারজিস আলমের সভা চলাকালে ককটেল বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ২০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত  ছিলেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের পেছন সংলগ্ন ভবন থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ও সিআইডির ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে অবিস্ফোরিত অন্য ককটেলটি উদ্ধার কর হয়। 

তবে এনসিপির দাবি সভাস্থলের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ৪১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা চলাকালীন সময়ে  অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে।

এদিকে সভা শেষে সারজিস আলম নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হন। এর পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।

 বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, জেলা পরিষদ চারদিকে নিরাপত্তা দেওয়ালে ঘেরা। এর ভেতরে সভা চলছিল। পর্যাপ্ত পুলিশ জেলা পরিষদের প্রধান গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল। জেলা পরিষদের পেছন সংলগ্ন ভবন থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি