ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বডিগার্ডের ছেলেকে নায়ক বানাচ্ছেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সালমান খানের হাত ধরে কম ছেলেমেয়ে পা রাখেননি বলিউডে। এবার পালা নিজের বডিগার্ড শেরার ছেলের। সালমান আগেই প্রতিজ্ঞা করেছিলেন শেরার ছেলে টাইগারকে নিয়ে আসবেন বলিউডে। এবার সেটাই করছেন।

এখন পরিচালক ও টাইগারের বিপরীতে নায়িকার খোঁজে রয়েছেন সালমান। খবর পাওয়া গেছে, ইতিমধ্যেই সতীশ কৌশিকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগও করে ফেলেছেন সালমান। টাইগারকে বলিউডের জন্য প্রস্তুত করাতেও দিচ্ছেন জানপ্রাণ।  

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, একাধিক নায়িকার সঙ্গেও কথা বলেছেন, তবে কারও নাম এখনও অফিসিয়াল হয়নি। সব ঠিক থাকলে ২০২৩ সালেই ফ্লোরে যাবে এই সিনেমা।

২০১৯ সালে টাইগারকে বলিউডে লঞ্চ করা নিয়ে সালমানকে বলতে শোনা গিয়েছিল, ‘শেরার ছেলে টাইগারের গ্রুমিং চলছে আপাতত। একাধিক প্রযোজক ওর ব্যাপারে ভাবছে। শেরা যদিও মনে করে ওর ছেলের জন্য স্ক্রিপ্ট বাছতে সেরা বিচারক আমিই হব। তাই আপাতত সেই কাজটা করছি। এখনও ভালো কিছু খুঁজে পাওয়া বাকি। ’ 

এদিকে, সালমানের ২০১৬ সালের সিনেমা ‘সুলতান’-এ সহ-পরিচালক হিসেবে কাজ করেছে টাইগার।  

সালমান এখন ব্যস্ত তার পরের ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ নিয়ে। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শেহনাজ গিলের। ২০২৩ সালের শেষে আসবে ‘টাইগার ৩’।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি