ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মহাবিপদ সংকেত প্রত্যাহার

বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রলংকারী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। দুপুর নাগাদ এটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে ভারতে প্রবেশ করবে। ‘বুলবুল’র দুর্বলতার কারেন মংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় জারি হওয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্রগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে সবখানেই ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ বিফ্রিং-এ আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ এ তথ্য জানান। এছাড়া নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা-বাগেরহাট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সেজন্য সংকেতগুলো নামিয়ে দিতে বলা হয়েছে।’

এর আগে গতকাল শনিবার পায়রা ও মংলা সমুদ্রসহ ৯ জেলায় (ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা) ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯  নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিলো।
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি