ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বরগুনায় সিডর দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

শোক র‌্যালী, স্মরণসভা ও গণকবরে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আজ বুধবার বরগুনায় ঘূর্ণিঝড় ‘সিডর’ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি শোক র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোক র‌্যালীতে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা প্রশাসক মোকলেছুর রহমান-সহ সাংবাদিকবৃন্দ, সিপিপি’র স্বেচ্ছাসেবক ও বিভিন্ন উন্নয়ন সংগঠন এবং সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সব শেষে গর্জনবুনিয়া গণকবরে সর্ব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বরগুনা প্রেসক্লাব আয়োজন করে।

২০০৭ সালের এই দিনে বরগুনাসহ এই উপকূলে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। মাত্র আধাঘন্টার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় উপকূল। প্রবল তোড়ে বেরী বাঁধ উপচে এবং ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহুর্তে অচেনা এক ধ্বংসস্তুপে পরিণত হয়। সরকারী হিসেব অনুযায়ী বরগুনায় ১ হাজার ৩৪৫ জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছিল। এখনও ১৫৬ জন নিখোঁজ রয়েছে। তবে বে-সরকারী হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার এবং আহতের সংখ্যা ২৮ হাজার ৫০ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি