ঢাকা, বুধবার   ২১ জানুয়ারি ২০২৬

বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-ঢাকা যোগাযোগ বন্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ৬ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ময়মনসিংহের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশন ছাড়া পর ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সাইদুল ইসলাম জানান, ইঞ্জিন বিকল হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল আপতত বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি