ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বশেমুরবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভা

প্রকাশিত : ২১:০৩, ৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ২০১৯-২০ মেয়াদের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সভায় কর্মকর্তাগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসকল সমস্যা সমাধানে সর্বসম্মতিক্রমে ৬টি দাবি উত্থাপন করেন। 

অফিসার্স ফেডারেশনের উত্থাপিত দাবিসমূহ

১. জিয়াউর রহমানের ১৯৭৭ সালের এক্ট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের পূর্বের অবস্থায় ফিরে নেয়াসহ শাখা কর্মকর্তা/ সমমান, সহকারী রেজিস্ট্রার/সমমান, উপরেজিস্ট্রার/সমমান, অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান,রেজিস্ট্রার/ সমমান কর্মকর্তাদের প্রারম্ভিক বেতন স্কেল যথাক্রমে ২৩,০০০, ৩৫,৫০০, ৫০,০০০, ৫৬,০০০০ এবং ৬৬,০০০ করা।

২. নন টিচিং পোস্টে শিক্ষক নিয়োগ বন্ধ করে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করা।

৩. প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৫% সুদে কর্পোরেট লোন প্রদান নিশ্চিত করা।

৪. সকল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের অআসরের বয়স ৬৫ বছর করা।

৫. বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট,সিনেট অথবা রিজেন্ট বোর্ডে কর্মকর্তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

৬. কর্মকর্তা নিয়োগ বোর্ড কর্মকতাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

দাবি বাস্তবায়নের জন্য ফেডারেশনের পক্ষ থেকে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে গনসংযোগ  বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়।.

সভাশেষে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন তাদের প্রথম সভার কার্যক্রম সমাপ্ত করে।

কেআই/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি