ঢাকা, বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের জরুরি ত্রাণ পৌঁছাল শ্রীলঙ্কায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ৩ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টা নাগাদ শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ হস্তান্তর করেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যপণ্য, জরুরি ওষুধ, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে।

সময়মতো এই মানবিক সহায়তা পেয়ে শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শ্রীলঙ্কায় এ পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশটির বহু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো একটি উল্লেখযোগ্য অংশ বন্যার পানির নিচে রয়েছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি