ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাংলাদেশের বাজারে এলো ইয়ামাহা গলফ্ কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। এসিআই মটরস্ স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে সারাদেশে ইয়ামাহার রয়েছে ৩৯টিরও বেশি থ্রিএস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট এবং ২টি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার।

ইয়ামাহা মোটরসাইকেল এর ধারাবাহিক সাফল্যের পর এসিআই মটরস্ বাংলাদেশের বাজারে নিয়ে এলো ইয়ামাহার ঈৎঁরংব ণউজ সিরিজ এর গলফ কার। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা(আইসিসিবি)-তে ৮ নভেম্বর ২০১৮ থেকে জিটি ম্যাট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইয়ামাহা গলফ্ কারগুলো প্রদর্শিত হচ্ছে। মেলা শেষ হচ্ছে আজ শনিবার। এই কারগুলো গলফ খেলোয়াড়দের পাশাপাশি বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে। এসিআই মটরস্ মূলতঃ দুজন এবং ছয়জন ধারন ক্ষমতার উচ্চ প্রযুক্তির গলফ কারগুলো বাংলাদেশে আনছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি