ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১১ মে ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবেন না। আজ বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে সোমবার (১০ মে) মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।

এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি