ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বাংলাদেশ থেকে আরো কর্মী নেবে কুয়েত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ৩ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ থেকে নানা পর্যায়ের আরো দক্ষ কর্মী নেবে কুয়েত। পাশাপাশি ডাক্তার, নার্স ও প্রকৌশলী নিতে চায় দেশটি। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে দেশটির বিদায়ি রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি এ কথা বলেন।

কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি বলেন, কুয়েত ও উপসাগরীয় অঞ্চলে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে।

কুয়েতে পাঁচ হাজারেও বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে বলেও জানান তিনি।

ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ। এ সময় তিনি দুই দেশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে সহায়তা বৃদ্ধির কথা বলেন। দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি