বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২য় পর্ব শুরু হচ্ছে আজ
প্রকাশিত : ১০:১৪, ১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:১৪, ১ নভেম্বর ২০১৬
১১ দিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের সাথে। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর বারিধারা। প্রথম পর্ব শেষে ১১ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। আর সমান খেলায় আরামবাগের সংগ্রহ ১৫ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনী ১১ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই রয়েছে ঢাকা আবাহনী।
আরও পড়ুন