ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বাংলাদেশ লেখা ট্যাগ লাগিয়ে অবমুক্ত করা হচ্ছে শকুন (ভিডিও)

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১৩:১৩, ৩ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে গড়ে উঠেছে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। বনবিভাগের এই উদ্যোগ প্রকৃতির ঝাড়ুদার খ্যাত প্রাণীটির অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বলছেন সংশ্লিষ্টরা।

২০১৬ সালে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলে দিনাজপুর বনবিভাগ। রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া ও অসুস্থ শকুন উদ্ধার করে এখানে আনা হয়। 

প্রকৃতিতে স্বাভাবিকভাবে এখন আর শকুন দেখতে পাওয়া যায় না। তাই প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। 

দর্শনার্থীরা জানান, “সচরাচর আমরা কোথাও শকুন দেখতে পাইনা। তাই দিনাজপুরে শকুন দেখতে আসা। দেখে অনেক ভাল লেগেছে।”

প্রতিবছর শীতের সময় হিমালয়ের পাদদেশসহ আশপাশ থেকে আসে শকুনগুলো। খাদ্যাভাবসহ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে মাটিতে পড়ে তারা। 

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশির-উল-মামুন বলেন, “প্রতি শীত মওসুমে হিমালয়ের গ্রিনিড জাতের শকুনটি বাংলাদেশে আসে। মূলত খাদ্যাভাবসহ আরও বেশকিছু কারণে এই শকুনগুলো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে।”

চিকিৎসা ও পরিচর্যার পর উড়তে সক্ষম হলে প্রতিবছর মার্চ-এপ্রিলে এদের শরীরে বাংলাদেশ লেখা বিশেষ ট্যাগ লাগিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

এখন পর্যন্ত সিংড়া জাতীয় উদ্যানের এই পরিচর্যা কেন্দ্র থেকে ১৩৩টি শকুন ফিরে গেছে প্রকৃতির বুকে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি