ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বাকৃবিতে ৫৭ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের প্যান্ডেলে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গৌরবের ৫৭ বছর উদযাপন অনুষ্ঠানের প্রধান প্যান্ডেলে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ আগুনের সূত্রপাত ঘটে। আজ দুপুর ২টায় এ প্যান্ডেলে রাষ্ট্রপতি মো আবদুল হামিদের অনুষ্ঠানের উদ্বোধন করার কথা ছিল।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু হঠাৎ এ আগুন ধরে। বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিটয়ের কারণে এ আগুন লেগেছে বলে বিভিন্ন সূত্র আশঙ্কা করছে।

আগুন লাগার প্রায় ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে ঘটনাস্থলে। পরে আরও পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্যান্ডেল পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি