ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাজার গোপাল পুর স্কুল এ্যান্ড কলেজের ঈদ পুনর্মিলনী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ২৩ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:০৬, ২৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহ সদরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাজার গোপাল পুর স্কুল এ্যান্ড কলেজের ২০০৫-২০১৫ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঈদের দ্বিতীয় দিন বাজার গোপাল পুর স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত ডি.আই.জি প্রিজন জাহাঙ্গীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির তার স্কুল জীবনের স্মৃতিচারণ করে করেন, এসময় তার জীবনের কাটাতে মুহুর্তগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার যুব সমাজের উদ্দেশ্যে বলেন, তোমাদের আগে ভালো মানুষ হতে হবে।

নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে তবেই সফলতা আসবে। তিনি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বণিক মালিক সমিতির সভাপতি আব্দুল মমিন ও আব্দুল মান্নান বিশ্বাস, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২নং মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জুয়েল। এছাড়া ২০০৫-২০১৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি