ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জ (ভিডিও)

প্রকাশিত : ১১:৩৮, ২২ জুন ২০১৯ | আপডেট: ১২:০০, ২২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নই সরকারের জন্য চ্যালেঞ্জ দিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দেয়া হলেও নি¤œ আয়ের মানুষের জন্য আলাদা বরাদ্দ রাখা যেতো বলেও মনে করেন তিনি। আর অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সবার জন্য পেনশন সুবিধা বাস্তবায়ন এ মুহূর্তে সম্ভব নয় বলে জানান এই অর্থনীতিবিদ।

প্রস্তাবিত বাজেট ৫ লাখ ২৩ হাজার ১শ ৯০ কোটি টাকার। নি:সন্দেহে অনেক বড় বাজেট। তবে এর বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ বলেই মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ঘাটতি মোকাবেলাসহ সার্বিক বিষয়ে সরকারকে আরো ধীরস্থির হওয়ার পাশাপাশি নীতি নির্ধারণ ও বাস্তবায়নে প্রজ্ঞার পরিচয় দেয়ার পরামর্শ তার।

সামাজিক খাতে সেবার গুণগত মান বাড়ানো, উন্নয়ন প্রকল্পে দুর্নীতিরোধসহ সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন এই অর্থনীতিবিদ।

এই মুহূর্তে সার্বজনীন পেনশন বাস্তবায়ন সম্ভব নয় বলেও মত দেন তিনি।

সময়ের সাথে সাথে বাজেটের আকার ও ব্যয় বাড়ায় আয়ের খাত বাড়াতে নতুন পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জরুরী বলেও মনে করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি