বাবার জিহ্বা কেটে দিলেন বখাটে ছেলে
প্রকাশিত : ১৫:২৬, ২৮ জুন ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বাবা আমিন উদ্দিনের (৫২) কান ও জিজ্া কেটে দিয়েছে বখাটে ছেলে আরমান (১৯)।
রোববার রাত ২টার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামে এঘটনা ঘটে। আহত আমিন উদ্দিন ওই গ্রামের খাজা আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, গত তিন মাস আগে ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে আরমানের মা মারা যান। এরপর বাবা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ খবর শোনার পর রোববার রাতে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে ঘরের ভিতরে থাকা বিছানায় আগুন দেয়। এলাকাবাসী এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ আনে।
এরপর ছেলেকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন বাবা। রাত আনুমানিক দুইটার দিকে আরমান সিঁদ কেটে ঘরে ঢুকে চাকু দিয়ে বাবার কানের অর্ধেক অংশ কেটে ফেলে। এরপর চাকু দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে কুপাতে থাকেন এক পর্যায়ে চাকুর আঘাতে জিহ্বা কেটে যায়।
আমিন উদ্দিনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে আরমান দরজা খুলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আমিন উদ্দিনকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, আরমান বখাটে। এলাকার মেয়েদের উত্ত্যক্ত এবং অনৈতিক কাজ করে বেড়ায়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, এ বিষয়ে থানায় কেউ জানায়নি এবং কোন অভিযোগ করেননি।
এএইচ
আরও পড়ুন