ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন ‘ব্র্যাঞ্জেলিনা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:০৭, ১৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

হলিউডের জনপ্রিয় তারকাজুটি ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ প্রথম থেকেই মেনে নিতে পারেননি ভক্তরা ভক্তদের চাওয়া ছিল মনোমালিন্য ভুলে আবারও এক ছাদের নিচে ফিরবেন তারা। এবারে কি তবে সত্যি হতে যাচ্ছে ভক্তকূলের প্রার্থনা?

২০১৬’র সেপ্টেম্বরে আলাদা হওয়ার ঘোষণা দেন এ তারকা জুটি। ভালোবেসে এ জুটিকে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেই ডাকতেন ভক্তরা। দীর্ঘ ১২ বছরের সম্পর্কচ্ছেদের এ খবরে সে সময় রীতিমতো আকাশ থেকেই পড়েছিলেন সবাই। বিচ্ছেদ আবেদনে ব্র্যাড পিটের মদ্যপান ও সন্তানদের প্রতি দুর্ব্যবহারকে প্রধান কারণ হিসেবে অবহিত করেছিলেন জোলি।

ইউএস উইকলি’র এক প্রতিবেদন জানায়, বিচ্ছেদ ভুলে আবারও সংসারে ফেরার কথা ভাবছেন জোলি। ছয় সন্তানের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে চাইছেন তিনি।

জোলির বন্ধু জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকমতো চলতে পারবেন এমন প্রতিজ্ঞা করলে পিটকে একটি সুযোগ দিতে পারেন জোলি। ক’দিন আগে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে ‘অ্যালাইড’ অভিনেতা ব্র্যাড পিট জানান, মদ্যপান ও রাগ নিয়ন্ত্রণে নিয়মিত থেরাপি নিচ্ছেন তিনি। কাজেই সব মিলিয়ে হলিউড পাড়ায় জোর গুঞ্জন উঠেছে, সব ভুলে আবারও তবে এক হতে চলেছেন ‘মিস্টার ও মিসেস স্মিথ’ জুটি।

২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরস্পরের প্রেমে পড়েন এ দুই হলিউড তারকা। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তাদের রয়েছে ছয় সন্তান ম্যাডোক্স (১৫), প্যাক্স (১৩), সিলোহ (১১), জাহারা (১২), জমজ সন্তান ভিভিয়ান ও নক্স (৯)। এদের বেশিরভাগই দত্তক নেওয়া।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি