ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:২৩, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে বিজলী ক্যাবলস্ এর প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, পরিবেশকদের নিরন্তর চেষ্টায় এরই মধ্যে বিজলী ক্যাবলস্ ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এজন্য তিনি সকল পরিবেশককে ধন্যবাদ জানান। একই সাথে পণ্যের বিভিন্ন সমস্যা-সম্ভাবনাসহ কিভাবে ভোক্তাদের কাছে আরও সহজে সেবা পৌঁছে দেয়া যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিজলী ক্যাবলস্রে নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির, জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ ও বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার শামীনুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি