ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বিজয়নগরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২২, ১১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাত উপজেলার আলাদাউদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মো. ইকবাল (২৭) এবং আলাদাউদপুর গ্রামের আব্দুল হাই (৫০)। এ ব্যাপারে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে দুই'শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি