ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিতর্কিত টুইটের জন্য গ্রেফতার হলেন কমল আর খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

মুম্বাই বিমানবন্দর থেকে কমল আর খানকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২০ সালের বিতর্কিত টুইটের জন্য তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। 

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করে মলাড পুলিশ। মুম্বাই পুলিশ সূত্রে খবর, তাকে বোরিভালি কোর্টে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, ২০২০ সালে ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়।

এ প্রসঙ্গে এক কর্মকর্তা জানান, প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

শুধু ঋষি কাপুর বা ইরফান নন, টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের আক্রমণ করেছেন তিনি। সালমান খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা বাদ যাননি কেউই। কিছু দিন আগে ভিরাট কোহলীর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কমল।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি