ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় জয় পেয়েছে রাজশাহী কিংস

প্রকাশিত : ১৮:০১, ২৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০১, ২৫ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লীগে-বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় হারলো রংপুর রাইডার্স। ১২ রানে জয় পেয়েছে রাজশাহী কিংস। মিরপুর স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমে যায় রংপুরের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিথুন। মাত্র ৩৬ বলের মোকাবেলায় ৩টি চার আর ৪টি ছয়ের মার ছিল মিথুনের ইনিংসে। তবে শেষ রক্ষা হয়। অন্য ব্যাটসম্যানরা ভাল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানে ড্যারেন স্যামি। ৩৩ রানে অপরাজিত ছিলেন উমর আকমল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি