বিপিএলের ৪র্থ আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল
প্রকাশিত : ১৮:৪৪, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ১০ ডিসেম্বর ২০১৬
বিপিএলের চতুর্থ আসরে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান তারকা ডুইন ব্রাভো। এছাড়া এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন রাজশাহী কিংসের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
শুক্রবার পর্দা নেমেছে শর্ট ভার্সন ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএলের। আগের তিনটি আসরের মত এবারো নানাভাবে আলোচিত ছিল টি-টুয়েন্টির এই টুর্নামেন্ট। দলীয় সাফল্যের পাশাপাশি অনেকেই আলো ছড়িয়েছেন ব্যাক্তিগত অর্জন দিয়ে।
বিপিএলের এবারের আসরে ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন চিটাগং ভাইকিংসের টাইগার ওপেনার তামিম ইকবাল। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্লে অফ রাউন্ড পর্যন্ত ১৩ ম্যাচে ৪৭৬ রান করে শীর্ষস্থানটি নিজের করে নিয়েছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
এদিকে বোলারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ১৩ টি ম্যাচ খেলে ব্রাভো তুলে নিয়েছেন ২১ উইকেট।
আর দলগত সর্বোচ্চ সংগ্রহ ছিল ঢাকা ডায়নামাইটসের। গ্রুপ পর্বে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে ঢাকা।
আর কুমিল্লার বিপক্ষে সাব্বির রহমানের ১২২ রান ছিল এবারের আসরে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।
গ্রুপ পর্বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে অভিষেক ম্যাচে রাজশাহীর আফিফ হোসেনের ২১ রানে ৫ উইকেটে ছিল সেরা বোলিং।
আরও পড়ুন