ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

বিবিসির প্রতিবেদনে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার: জানালেন আ’লীগকে অর্থ দিচ্ছে কারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:২৮, ৮ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

শুক্রবার (৮ আগস্ট) বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার একটি ‘গোপন পার্টি অফিস থেকে’ কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। সেই প্রতিবেদনে বিভিন্ন নেতার পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি আওয়ামী লীগের গোপন পার্টি অফিস, দলের কার্যক্রম পরিচালনার অর্থ জোগান ও নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনার মতো বিষয়ে কথা বলেছেন।

আওয়ামী লীগের এই নেতা কলকাতার পার্টি অফিসের কথা স্বীকার করে জানিয়েছেন, ওখান থেকেই বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সংগঠিত ও দলীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রশ্ন ওঠে, ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচার-প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু খরচ তো আছে। আবার যেসব নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন, তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয়। কীভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে?

এর জবাবে ওবায়দুল কাদের বলেছেন, "সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে, সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতা-কর্মী দেশে বা বিদেশে আছেন, তারাই এই দু:সময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কর্মীরা এখানে কষ্ট করেই আছেন, তবে মনোবলই আমাদের সম্বল।"

এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে বলেছিলেন, "নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রচার করেছিল এই সরকার, তাতে তারা গত এক বছরে সব দিক থেকেই ব্যর্থ হয়েছে। অর্থনীতি ফেইল করেছে, বিচারব্যবস্থা প্রহসনে দাঁড়িয়ে আছে। আর সবক্ষেত্রেই তাদের ব্যর্থতার জন্য তারা শেখ হাসিনা আর ভারতের ওপর দায় চাপাতে ব্যস্ত। একটা যেন ইন্ডিয়া ফোবিয়া, হাসিনা ফোবিয়া হয়ে গেছে তাদের।"

তিনি আরও বলেন, "এক বছর পরে তাদের নিয়ে সেই উন্মাদনা কিন্তু আর নেই। তাদের মুখের কথায় মানুষ আর বিশ্বাস করতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে না। সবাই বাস্তবতার নিরিখে সরকারের মূল্যায়ন করছে। তাদের এই ব্যর্থতার জন্য বহু মানুষ বলছেন, শেখ হাসিনার সময়েই ভালো ছিলাম।"

আওয়ামী লীগ নেতারা কতদিন বিদেশে থাকবেন?

বিবিসির এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, "দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই।"

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি