ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৫, ৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:০৭, ৮ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং অসামীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে  টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেসক্লাব। এসময় হত্যাকারীদের দ্রুতই গ্রেপ্তার করা নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিকরা।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক ও একুশে টেলিভিশনের সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মামুনুর রহমান মামুন, যমুনা টেলিভিশনের সাংবাদিক শামিম আল মামুন, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সোহেল তালুকদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি