কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত : ১৯:২৩, ৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:২৪, ৮ আগস্ট ২০২৫

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি শাখার উদ্যোগে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাজেশ মন্ডল। পরে বিডি ক্লিন সদস্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান মাসুদ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের রিপোর্টার রকিবুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতাল মসজিদের ইমাম সহ বিডি ক্লিন এর কালকিনি উপজেলা শাখার সদস্যবৃন্দ।
পরে সংগঠনটির সদস্যরা হাসপাতাল চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
তারা বলেন,"আমরা নিজে থেকে স্বোচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।"
উল্লেখ্য,২০১৬ সাল হতে একঝাঁক সেচ্ছাসেবী তরুনদের নিয়ে বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিডি ক্লিন কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন