ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

বিভাগীয় কমিশনার ও ডিসি নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৯ নভেম্বর ২০২৪ | আপডেট: ২১:১৬, ৯ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

প্রশাসনে বিভাগীয় কমিশনার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক এবং জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একজন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার হোসেনকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অপর এক আদেশে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. আহম্মদ উল্যাকে প্রধান উপদেষ্টার দপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

পৃথক এক আদেশে অর্থ বিভাগের উপসচিব সাইফুল ইসলামকে ফেনীর ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অপর এক আদেশে ফেনীর ডিসি মোছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্টে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি