ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিমানের নতুন এমডি সাফিকুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ বিমানের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাফিকুর রহমান। তিনি বিমানের বিপণন ও বিক্রয়-বিষয়ক সাবেক পরিচালক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংস্থার পরিচালনা পরিষদ তাকে নিয়োগ দেয়।

আওয়ামী লীগ সরকারের পতন এবং পরে অন্তর্বর্তী সরকার গঠন হলে ১৯ অগাস্ট বিমানের চেয়ারম্যান করা হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে। এরই মধ্যে ২৭ আগস্ট বিমানের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। এই পরিষদই সাফিকুরকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।

সাফিকুর ১৯৮৬ সালে বিমানে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পেশাজীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিষয়ক পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিপণন ও বিক্রয় পরিচালক পদে থেকে ২০১৭ সালে অবসরে যান তিনি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি