ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

বিলম্ব নয়, নির্বাচন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে: প্রেস সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:৫৯, ৩১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচনে বিলম্ব হবে না এবং প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই হবে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “প্রোক্লেমেশন ও চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী পাঁচই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে। আগামী পাঁচ-ছয়টা দিনে আমরা বুঝবো সামনে কোথায় যাচ্ছি। একটা বিষয় নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না।”

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচন যে সময়ে হওয়ার কথা বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, “উনি প্রথমে বলেছিলেন ইলেকশন এপ্রিলের ১৫ দিনের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজ এগিয়ে যায় তবে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনেও আছি। এটার একটা দিন দেরি হবে না।”

শফিকুল আলম বলেন, “চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, ইলেকশন তার সময়মতো হয়ে যাবে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি