বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রকাশিত : ০৮:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৪৯, ২৫ ডিসেম্বর ২০২৫
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এর আগে তিনি নিজেই এ পদত্যাগের জন্য আবেদন করেন।
একই দিন রাষ্ট্রপতির আদেশক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে -গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এএইচ
আরও পড়ুন










