ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিসিএসে রাজবাড়ীর ডাক্তার দুই বোনের অসাধারণ সাফল্য

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে রাজবাড়ীর গর্ব আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একসঙ্গে দুই বোনের এই সাফল্যে শুধু পরিবারই নয়, আনন্দে ভাসছে পুরো এলাকাবাসী।

তারা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা। তাঁদের পিতা আক্কাস আলী মোল্লা, রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মাতা প্রফেসর মালেকা আক্তার শিখা, বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক। 

তিন ভাইবোনের মধ্যে শশী ও আরশি বড়, তাদের একমাত্র ছোটভাই আশিক ইলাহি আলিফ রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

দুই বোনই ২০১৫ সালে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর সিলমা সারিকা শশী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে, আর সিলমা সুবাহ আরশি ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। 

সেখান থেকে ২০২২ সালে তাঁরা এমবিবিএস সম্পন্ন করেন এবং একসাথে ইন্টার্নশিপ শেষ করেন। পরে তাঁরা একযোগে ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশ নেন এবং প্রথমবারেই সফল হন।

তাদের পিতা আক্কাস আলী মোল্লা বলেন, আমার দুই মেয়ে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তাদের স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার, সেই লক্ষ্যেই তারা এগিয়েছে। আজকে তাদের সাফল্যে আমরা গর্বিত। আমি এবং আমার স্ত্রী সবসময় তাদের মানসিকভাবে সমর্থন দিয়ে এসেছি। দেশবাসীর কাছে আমি তাদের জন্য দোয়া চাই।

দুই মেয়ের একসঙ্গে বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পরিবারের সদস্যদের পাশাপাশি ভবানীপুর গ্রামবাসীও আনন্দিত ও গর্বিত। স্থানীয়ভাবে এ সাফল্যকে “প্রেরণাদায়ক ঘটনা” হিসেবে দেখা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি